আল-‘আওন (স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা)

পরিচিতি :

আল-‘আওন হ’ল স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা। আল-‘আওন অর্থ ‘সাহায্য’। অসহায় মানুষের কঠিন বিপদের সময় যখন রক্তদান অপরিহার্য হয়ে পড়ে, তখন তাকে মাদকমুক্ত, নিরাপদ ও তাযা রক্ত সরবরাহের প্রতিজ্ঞা নিয়ে ‘আল-‘আওন’ গত ২৩শে ফেব্র“য়ারী ২০১৭ থেকে তার যাত্রা শুরু করেছে। এ সংস্থা যেলায় যেলায় স্বেচ্ছায় রক্তদাতাদের গ্রুপ নির্ণয় ও তাদেরকে তালিকাভুক্ত করার কাজটি সম্পন্ন করে। যারা বিপদগ্রস্ত মানুষের ডাকে কোনরূপ দ্বিধা না করে স্রেফ আল্লাহকে খুশী করার জন্য মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে রক্তদানের জন্য ছুটে যাবে। এর ফলে আমাদের একজন ডোনার বা ‘রক্তদাতা সদস্য’ একেকজন জীবন্ত ‘ব্লাড ব্যাংক’ হিসাবে পরিগণিত হবেন। ব্লাড ব্যাংকে রক্ষিত রক্তের চাইতে তাযা রক্তের কার্যকারিতা নিঃসন্দেহে অনেক বেশী ও দ্রুত। ১৮ থেকে ৬০ বছর বয়সের সকল নারী-পুরুষ ‘আল-‘আওন’-এর সম্মানিত ডোনার বা ‘রক্তদাতা সদস্য’ হ’তে পারেন।

আল্লাহ বলেন, ‘তোমরা নেকী ও আল্লাহভীরুতার কাজে পরস্পরকে সাহায্য কর’ (মায়েদাহ/২)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আল্লাহ বান্দার সাহায্যে অতক্ষণ থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে’। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়াতে মুমিনের একটি কষ্ট দূর করবে, আল্লাহ তাকে ক্বিয়ামতের দিনের কষ্ট সমূহ থেকে একটি কষ্ট দূর করে দিবেন’ (মুসলিম হা/২৬৯৯; মিশকাত হা/২০৪)। তিনি আরও বলেন, ‘আল্লাহ তার প্রতি দয়া করেন না, যে মানুষের প্রতি দয়া করে না’ (বুখারী হা/৭৩৭৬; মুসলিম হা/২৩১৯; মিশকাত হা/৪৯৪৭ )।

আল-‘আওন কি চায়?

আল-‘আওন সেই সকল নিঃস্বার্থ স্বেচ্ছাসেবীদের সংগঠন, যারা নিজেদের বা অন্যদের দেহের নিরাপদ রক্ত দিয়ে মানুষের সেবা করতে চায় এবং পার¯পরিক সাংগঠনিক যোগাযোগের মাধ্যমে বিপদগ্রস্ত অসহায় রোগীদের প্রাণে জাগাতে চায় সুস্থভাবে বেঁচে থাকার নতুন আশা ও প্রেরণা।

লক্ষ্য :

রোগীকে নিরাপদ রক্তদানের মাধ্যমে আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা।

উদ্দেশ্য :

রক্তদানের উপকারিতা সম্পর্কে মানুষকে অবহিত করা ও রক্তদানে উৎসাহিত করা।

বৈশিষ্ট্য সমূহ :

  • (১) আল-‘আওন একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই রক্তদান করে থাকে।
  • (২) এ সংস্থা কোন মাদকসেবী ও ধুমপায়ীর রক্ত গ্রহণ করে না। তাই এর সকল রক্ত মাদকমুক্ত ও নিরাপদ।
  • (৩) এ সংস্থা ব্লাড ব্যাংকের জমাকৃত রক্ত দেয় না এবং ব্লাড ব্যাংকের সাথে রক্ত বিনিময়ও করে না। বরং এই সংস্থার প্রত্যেক রক্তদাতা একেকজন জীবন্ত ব্লাড ব্যাংক।
  • (৪) এ সংস্থা কোন অবস্থাতেই রক্ত বিক্রয় করে না।

 

র্কমসূচী :

  • (১) রক্তের গ্রুপ সমূহ নির্ধারণ করে যেলা ভিত্তিক রক্তদাতাদের তালিকা প্রস্তুত করা এবং প্রয়োজন মুহূর্তে অসহায় রোগীকে চাহিবামাত্র রক্তদাতার সন্ধান দেওয়া ।
  • (২) রক্তের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
  • (৩) রক্তদাতা সদস্যকে রক্তদানের নিয়মসমূহ অবহিত করা।
  • (৪) রক্তের আবেদনকারীকে রক্তদানের পূর্ববর্তী ও পরবর্তী বিষয়গুলি ভালভাবে জানানো ৷
  • (৫) মাদক গ্রহণকারীর রক্তের ক্ষতিকর দিক সমূহ তুলে ধরা ।

 

সার্বিক যোগাযোগ :

  • কেন্দ্রীয় কার্যালয়, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী
  • নওদাপাড়া, সপুরা, রাজশাহী-৬২০৩।
  • মোবাইল : ০১৭২৩-৯৩৮৩৯৩
  • ওয়েবসাইট : www.alawon.com
  • ইমেইল : alawonbd@gmail.com
  • Facebook page : আল-‘আওন