সমাজকল্যাণমূলক কার্যক্রম

<p>জীবনের সূচনালগ্ন থেকে তিনি সমাজসেবায় নিয়োজিত থেকেছেন। তাওহীদ ট্রাস্ট, সালাফিয়াহ ট্রাস্ট, ইসলামিক কমপ্লেক্স, পথের আলো ফাউণ্ডেশন প্রভৃতি তাঁর প্রতিষ্ঠিত ও পরিচালিত কয়েকটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যেগুলোর মাধ্যমে সারাদেশে প্রায় ১২০০ মসজিদ নির্মিত হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি বৃহৎ মাদরাসাসহ অসংখ্য নিম্ন-মাধ্যমিক মাদরাসা ও মক্তব। এসব মাদরাসায় বর্তমানে চার শতাধিক ইয়াতিম ও দুস্থ শিক্ষার্থী প্রতিপালিত হচ্ছে। এছাড়া তাঁর নির্দেশনায় প্রতিবছর দুর্গত এলাকায় নলকুপ ও টয়লেট স্থাপন, গৃহনির্মাণ, ত্রাণসামগ্রী বিতরণ এবং দুস্থ-অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, ইফতার, কোরবানীর গোশত, ঈদসামগ্রী প্রভৃতি বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং-এর আয়োজন করা হয়। ২০১৮ সালে তিনি ‘আল-আওন’ নামে একটি স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে প্রতিনিয়ত সারাদেশে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছে।</p>