দ্বি-মাসিক তাওহীদের ডাক

‘সংস্কৃতি’ একটি জাতির জন্য দর্পণ স্বরূপ, যাতে জাতির পরিচয় প্রতিবিম্বিত হয়। এজন্য সংস্কৃতিকে জাতির প্রাণ বললে অত্যুক্তি হয় না। বর্তমান বৈজ্ঞানিক অগ্রগতি মানবজাতির জন্য আশির্বাদের তুলনায় বহুগুণ অভিশাপে পরিণত হয়েছে। মানবীয় মূল্যবোধভিত্তিক সংস্কৃতিকে ধ্বংস করে তা আজ সমাজজীবনকে কলুষিত করে তুলেছে। বিশেষতঃ যুবসমাজ এর প্রভাবে যে ভয়াবহ হারে নৈতিকতা বিবর্জিত চরিত্রহীন শ্রেণীতে পরিণত হচ্ছে, তাতে মানব সভ্যতা আজ হুমকির সম্মুখীন। এরূপ ধ্বংসাত্মক পরিবেশে তরুণদের মাঝে ইসলামের চিরন্তন ও বিশুদ্ধ আদর্শ প্রচার ও সে আদর্শের আলোকে তাদের মাধ্যমে সুস্থ সাহিত্য বিনির্মাণ এবং জাতিকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত রাখার মহান লক্ষ্যেই ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর মুখপত্র  ‘তাওহীদের ডাক’-এর অগ্রযাত্রা তৎকালীন কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর হাতে শুরু হয়েছিল আজ থেকে ২৫ বছর পূর্বে ১৯৮৫-এর ফেব্রুয়ারীতে। কিন্তু বিবিধ ষড়যন্ত্রের কারণে পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। অতঃপর দীর্ঘ চৌদ্দ বছরের মাথায় ২০১০ সালে পত্রিকাটি পুনরায় চালু হয়ে অদ্যাবধি দ্বি-মাসিক পত্রিকা হিসাবে চালু রয়েছে।

ওয়েব এড্রেস : https://tawheederdak.com