সাতক্ষীরা ১০ই জানুয়ারী সোমবার
: অদ্য বাদ যোহর হ’তে মাগরিব পর্যন্ত যেলা শহরের সাতক্ষীরা সরকারী
উচ্চবিদ্যালয় ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে
অনুষ্ঠিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে
জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, আল্লাহ প্রেরিত অহি-র বিধান প্রতিষ্ঠার জন্য নবী-রাসূলগণ নানা ধরনের নির্যাতন ভোগ করেছেন। সবচেয়ে বেশী নির্যাতন ভোগ করেছেন ইব্রাহীম (আঃ)। এরপরও নবী-রাসূলগণ অহি-র পথ ত্যাগ করেননি। কারণ আল্লাহই সার্বভৌম ক্ষমতার উৎস এবং অহি-র বিধানই চূড়ান্ত। বর্তমানে সারা পৃথিবীতে দু’টি দর্শনের সংঘাত চলছে। এক- মানুষ নিজের মনগড়া বিধান মতে চলবে। দুই- মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর বিধান মতে চলবে। মানুষের জ্ঞান কখনই নির্ভেজাল সত্যের সন্ধান দিতে পারে না। তাই আমাদেরকে সার্বিক জীবনে অহি-র বিধান মেনে চলতে হবে। আর সেটি মানতে হ’লে ৪টি বাধা অতিক্রম করার দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে। পরিবার, ধর্ম, সমাজ ও রাষ্ট্র। জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়। তাই জান্নাত পেতে হ’লে সব বাধা ডিঙিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিশাল সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, মাওলানা জাহাঙ্গীর আলম, মুহাম্মাদ তরীকুয্যামান, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সমাজ কল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসাইন, ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শহীদুয্যামান ফারূক ও কাকডাঙ্গা এলাকার সভাপতি মাওলানা আনোয়ার এলাহী।