রাসূলুল্লাহ (ছাঃ)-কে অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ান!

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্রী নূপুর শর্মা ও বিজেপির দিল্লী শাখার মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল রাসূল (ছাঃ) ও মা আয়েশা (রাঃ)-এর বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের বিজেপি সরকার সাম্প্রতিক সময়ে আসাম থেকে মুসলিম বিতাড়ন নীতি, কাশ্মীরে অনৈতিক দখলদারি, উত্তর প্রদেশে গো রক্ষার নামে মুসলিম হত্যা, মুসলমানদের ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার নীতি এবং শিব মন্দির ভেঙে করা হয়েছে মর্মে ভুয়া দাবী তুলে মুসলমানদের প্রাচীন মসজিদসমূহ ধ্বংসের যে পাঁয়তারা চালাচ্ছে, তা ভারতের ২৫ কোটি মুসলমান সহ সারা বিশ্বের মুসলমানদের হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে। তিনি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে এর বিরুদ্ধে যে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে এবং তারা ভারতীয় পণ্য বয়কটের যে ডাক দিয়েছে, তার প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি ওআইসি ও জাতিসংঘকে ভারত সরকারের এই ন্যাক্কারজনক পদক্ষেপের বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।