আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! (কর্মী সম্মেলন ২০২৩-২৫)

কর্মী সম্মেলনের সভাপতি ও ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সরকারের প্রতি উপরোক্ত আহবান জানান।

তিনি সূরা যুমারের ৬৪-৬৫ আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে জাহিল ঐ ব্যক্তি, যে শিরক ও তাওহীদের পার্থক্য এবং আল্লাহর ইবাদত ও মানুষের ইবাদতের পার্থক্য বুঝে না। তাই শিরক ও তাওহীদের পার্থক্য বুঝে ইবাদত করতে হবে। তিনি বলেন, সমাজে পরস্পরে হানাহানি, দুর্নীতি, যুলুম, দারিদ্র্য এবং নৈতিক অবক্ষয়ের মূল কারণ হ’ল আল্লাহর সার্বভৌমত্ব ও তাঁর বিধানকে অগ্রাহ্য করা। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, সমাজের সর্বস্তরে বিশুদ্ধ ইসলামের শান্তি ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দিতে হবে এবং দুর্নীতি ও যুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। অতঃপর তিনি সবাইকে ধৈর্যের সাথে দু’দিনব্যাপী কর্মী সম্মেলনে সুশৃংখলভাবে অবস্থানের আহবান জানিয়ে আল্লাহর নামে কর্মী সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।