সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২৩)

নওজোয়ান মাঠ, নওগাঁ ১৪ই অক্টোবর শনিবার : অদ্য বাদ যোহর যেলা শহরের নওজোয়ান মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন’ নওগাঁ যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সকলের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, পৃথিবীতে দু’ধরনের মানুষ বিদ্যমান। এক ধরনের মানুষ নিজেদের জীবন ইচ্ছামত পরিচালনা করেন। তাদের নিকট মানুষই পূজ্য। আরেক ধরনের মানুষ নিজেদের সার্বিক জীবন আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করেন। তারাই প্রকৃত মুসলিম। রাসূলুল্লাহ (ছাঃ) তাওহীদের দাওয়াত দেওয়ার আগে বাপ-দাদাদের নিকট আল-আমীন তথা বিশ্বস্ত হিসাবে পরিচিত ছিলেন। কিন্তু যখনই তিনি সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত দিলেন, তখনই তারা শত্রুতা শুরু করে দিল। তারা আল্লাহকে বিশ্বাস করলেও সার্বিক জীবনে তাঁর বিধান মানতে রাযী ছিল না। একারণে তারা মুসলিম হ’তে পারেনি। তিনি বলেন, জীবনের কিছু অংশে আল্লাহর বিধান ও কিছু অংশে নিজেদের মনগড়া বিধান মানলে প্রকৃত মুসলিম হওয়া যায় না। বরং সার্বিক জীবনে অহি-র বিধান মানলেই প্রকৃত মুসলিম হওয়া যায়। তাই ইহকালে কল্যাণ ও পরকালে মুক্তি পেতে হলে জীবনের সকল দিক ও বিভাগ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করতে হবে। প্রত্যেক নবী-রাসূল স্ব স্ব উম্মতকে এই দাওয়াতই দিয়েছেন। আমরাও আপনাদের সেই একই দাওয়াত দিয়ে যাচ্ছি। অতঃপর তিনি ফিলিস্তীনী মুসলমানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহবান জানান।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর সাবেক যেলা সভাপতি ও সাপাহার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আব্দুল ক্বাইয়ূম এবং ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আফযাল হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহমান এবং কেন্দ্রীয় ও যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’, ‘আল-‘আওন’-এর নেতৃবৃন্দ। সম্মেলনে স্বাগত ভাষণ দেন শহর শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আব্দুর রহমান।

সম্মেলনে নওগাঁ ছাড়াও বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ প্রভৃতি যেলা থেকে বিপুল সংখ্যক কর্মী ও শ্রোতাবৃন্দ উপস্থিত ছিলেন।