আহলেহাদীছ সম্পর্কে ওলামায়ে কেরামের মন্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক

গতকাল ১৬ই জুলাই শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গি হামলা প্রতিরোধে করণীয় বিষয়ে ইমাম ও খতীবদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ‘আহলে হাদিসের অনুসারীরা জঙ্গিবাদ সৃষ্টি করছে’ বলে ইমামদের এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপরোক্ত বিবৃতি দিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তিনি বলেন, উক্ত বৈঠকে সমবেত ইমাম ও খতীবদের মধ্যে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে জঙ্গীবাদ সৃষ্টির সাথে এ দেশের শান্তিপ্রিয় আহলেহাদীছদের জড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। এর মাধ্যমে বরং তারা নিজেদের জ্ঞানের দীনতারই পরিচয় দিয়েছেন। তিনি বলেন, আহলেহাদীছ কোন মতবাদের নাম নয়। এটি একটি পথের নাম। যে পথ পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের পথ। কুরআন ও হাদীছে যেমন জঙ্গীবাদের কোন অস্তিত্ব নেই, তেমনি প্রকৃত কোন আহলেহাদীছ কস্মিনকালেও জঙ্গি বা চরমপন্থী হ’তে পারে না। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখানে গুম-খুনের কোন সুযোগ নেই। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সবসময়ই জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। অতএব বিচ্ছিন্ন কোন ব্যক্তির অপরাধের কারণে ঢালাওভাবে গোটা আহলেহাদীছ জামা‘আতকে দোষারোপ করা মোটেও সমীচীন নয়। এতে বরং মুসলমানদের মধ্যে পারস্পরিক হিংসা-বিদ্বেষ বৃদ্ধি পাবে। যা মোটেই কাম্য নয়।

 (দৈনিক ইনকিলাব ১৮ই জুলাই ৫ম পৃঃ ১ম কলামে প্রকাশিত)।